রামেক হাসপাতালের নিম্ন আয়ের কর্মচারীদের ঈদ উপহার দিল বিএনএ

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে শনিবার (২৩ মে) বেলা ১১টায় হাসপাতালের নিম্ন আয়ের কর্মচারীদের মধ্যে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

ঈদের উপহার সাগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, তেল, সেমাই, শিশুদের জন্য গুঁড়ো দুধ, চিনি, মশলা। এছাড়া কিছু নগদ টাকা প্রদান করা হয়।

রামেক হাসপাতালের কর্মচারীদের এই ঈদের উপহার সামগ্রী বিতরণ করেন- হাসপাতালের উপ- পরিচালক ডা. সাইফুল ফেরদৌস ও নার্সিং সুপারিনটেন্ড মোসা. আনোয়ারা খাতুন। এ সময় বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) রাজশাহী মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লের সভাপতি শাহাদাতুন নূর লাকি, সাধারণ সম্পাদক মুহাম্মদ খলিলুর রহমান ছাড়াও সকল সদস্য উপস্থিত থে‌কে দ‌রিদ্র কর্মচা‌রীদের মধ্যে ঈদের উপহার সামগ্রী বিতরণ ক‌রেন।

এর আগে নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) রামেক‌ হাসপাতা‌ল শাখার পক্ষ‌ থে‌কে ক‌রোনা পরিস্থিতি মোকা‌বিলার জন‌্য না‌র্সিং কমকর্তাসহ হাসপাতাল কর্মচারী‌দের ম‌ধ্যে ১ হাজার ২০০ ‌পিস উন্নত মা‌নের মাক্স বিতরণ ক‌রা হয়।