রামেক ল্যাবে রাজশাহীর ৯, চাঁপাইনবাগঞ্জের ৩৪ ও নাটোরের ৭ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে আজ বৃহস্পতিবার ১৭৯টি নমুনা পরীক্ষা শেষে মোট ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রামেক ল্যাবে রাজশাহীর ৯, চাঁপাইনবাগঞ্জের ৩৪ ও নাটোরের ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তরা হলেন,

চাঁপাইনবাবগঞ্জ জেলার আক্রান্তরা হলেন, ইকবাল কাদের (৩২), সাদিয়া (১২), শিরিন (৩০), রাকিব (৪০), মানহা (৭), আবদুর রহমান (৩৫), মনিমুল (৫), জাহিদুল (৩৫), রনি (৩৪), আতাউর রহমান (৫৩), মাসুমা জেসমিন (৩০), সাবিত (২), সোহেল রানা (২৪), আতাউর রহমান (৩২), ইকবাল আব্বাসী (৩৭), ডা. পলিন (৪১), হাদিউজ্জামান (২৮), নিরু (৫০), আব্দুল্লাহ আল হোসাইন (৩১), হাসান (৩২), তাহমিদা (২২) এবং আমির আলী (৩৬), শিবগঞ্জের শরিফুল (২২), আসাদুজ্জামান (৬৩), মনিরুল (৩০), আজাহারুল (৫৮), আয়েশা খাতুন (৩৪), মোরশেদুল (৩৮), মনিরুল ইসলাম (৪৬), আবদুল রাকিব (৪২), আবদুর রাজ্জাক ৪৫), গোমস্তাপুরের শফিকুল (৫৫), রাসেল (৩৬), নাচোলের রায়হান (২৬) এবং ভোলাহাটের রুবেল (৩২)।
নাটোর জেলার আক্রান্তরা হলেন, সিংড়ার আজাদ (৬৫), বাগাতিপাড়ার সোহাগ রানা (২৭), সদরের শাহিনুর (৪১), আরিফুল (৩২), ভুলন (৩৩), মাসুদ রানা (৩৫) এবং লালপুর উপজেলার নুরুজ্জামান (৫২)।
রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার আক্রান্তরা হলেন, রনি (৩২), রবিউল (৪০), দেলোয়ার (৩৩), আসানি সাহরিন (৫০), সাইদুর রহমান (৭২), বাপ্পি (৫০), ডা. শামিম আহসান (৪৮), ডা. এএফএম শাকিউল (৩৫) এবং আলমগীর (৩০)।
স/আর