রামেক ল্যাবে রাজশাহীর করোনা শনাক্ত হলো যাদের

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আজ ৯৩টি নমুনা পরীক্ষা শেষে নগরীর ৩৯ জনসহ জেলায় ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মোহনপুরের একজন রয়েছেন। রামেক ল্যাবের ইনচার্জ সাবেরা গুলনেহার বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্রান্তরা হলেন-

নগরীর ৩ নম্বর ওয়ার্ডের গোলাম মোস্তফা (৪৮), ১২ নম্বর ওয়ার্ডের সাদিয়া (২০), একই ওয়ার্ডের আবিদ (৫০), ২২ নম্বর ওয়ার্ডের রোকেয়া (২২), ২৭ নম্বর ওয়ার্ডের সালেহা বানু (৬২), একই ওয়ার্ডেরেআতিক (১০), নগরীর নুপুর (৫০), ৩০ নম্বর ওয়ার্ডের মানাদিব (২৪), নগরীর আলুপট্টি এলাকার বাসিন্দা চিকিৎসক এএফএম জাহিদ (৫৭), নগরীর জাহানারা খাতুন (৪৯), নগরীর হাজেরা বেগম (৩২), মনোয়ার হোসেন (৪৯), আবু হানিফ (৫০), রাজপাড়া এলাকার মজিবুর রহমান (৫০), ভাটাপাড়া এলাকার আমানুল্লাহ (৪০), ১৭ নম্বর ওয়ার্ডের মোর্তজা আলম (৫৭), হেতেম খাঁ এলাকার তোফাজ্জল হোসেন (৩৫), পদ্মা আবাসিক এলাকার ফজলুল হক (৩৮), ইসলামী ব্যাংকের মেরাজুল ইসলাম (৩৫), একই ব্যাংকের আফতাব উদ্দিন (৪৪) ও জসিম উদ্দিন (৩৫), শপুরা এলাকার আবুল কালাম (৩৪), বোয়ালিয়া এলাকার ইসমা্িলি হোসেন (৪৩), উপশহর এলাকার মতিউর রহমান (৪৪), মোহনপুরের মামুনুর রশিদ (৩৪), রামেক হাসপাতালের রোগী নাজমা খাতুন (৫৭), শ্রী মনি (৩৭), সেহুলি লাহেড়ি (৩৯), নগরীর শামীম আহমেদ (৩৭), রামেক হাসপাতালের রোগী রফিকুল ইসলাম (২৭) ও রেজালা খাতুন (৫০), খায়েস আলী (৫০), শামসুন্নাহার (৩৮), আনোয়ারা পারভীন (৫৬), জাহেরা (৫০) ও এনামুল হক (৪৯), নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের মনোয়ার হোসেন (৪৩), রাজপাড়া এলাকার কামরুন্নাহার (৩৫), রামেক হাসপাতালের রোগী রফিকুল ইসলাম (৩৫) ও আলমগীর হোসেন (৩০)।

স/আর