রামেক ল্যাবে আজ করোনা শনাক্ত হলেন যারা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীতে ২৩ জনসহ রামেক ল্যাবে ৪৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে আজ বুধবার। এদিন ১৬৬ জনের নমুনা পরীক্ষা হয়। যার মধ্যে নগরীর ২৩ জন, চারঘাটে ৩ জন, দুর্গাপুরে ২ জন এবং নাটোরে ১৫ জন রোগী করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তদের পরিচয় দেওয়া হলো-

নাটোর সদরের মইদুল ইসলাম ((৪৭), ফুলবাস মণ্ডল (৪১), কাওসার হোসেন (২৬), আব্দুল খালেক (৫৭), জয়নাল আবেদীন (৫১), জাহাঙ্গীর আলম (৪০), জাহিদুল ইসলাম (৫৬), নলডাঙ্গার রুবেল উদ্দিন (৩৫), নাটোর সদরের বিউটি (২৯), সিংড়ার মামুন (৩৭), রমজান আলী (৫০), বিপ্লব শাহ (৪৬), এসকে আনোয়ার (৫৫), সকত (৩৯), নাটোর সদরের ডক্টর মাহবুবুর রহমান (৩৯), রাজশাহী নগরীর তাজরিন রহমান (১৬), শিপ্রাতুল (২৪), মামুন রশিদ (৪২), মীর একে এম কালাম (৬১), মিজানুর রহমান (৬০), পঝরে সাদিক (৬৮), রামেকে চিকিৎসক আফরিন (৩৬), চারঘাটের হাবিবুর রহমান (৪৫), লতিফুর রহমান (৩৮), বাবু (৩৫), নগরীর চিকিৎসক তামান্না (২৭), ওসমান গনি (৪০), শামীম (১৮), আসাদুল আলী (৫৫), নাজনীন সুলতানা (৪২), আল হেলাল (৪৩), আয়েশা (৩৮), মোশাররফ (৬৫), আব্দুল্লাহ আলী কাফি (২৭), শফিকুল (৪২), ফিেোজ আহমেদ (৩৮), আবুল হাসান (৫৫), ইফতে খায়ের (৬০), সাফাত (১০), নগরীর ডক্টর নওসাদ আলী (৬৫), ও মেহদী (৪৫), দুর্গাপুরের আইনুননেসা (৫৫), আফসার আলী (৭০)।

স/আর