বৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাবি আইকিউএসি’র দায়িত্বে অধ্যাপক কামাল, অধ্যাপক মুমিন

Paris
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ১২:৫০ পূর্বাহ্ণ

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুলেন্স সেলের (আইকিউএসি) নবনিযুক্ত অতিরিক্ত পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন ও অধ্যাপক ড. মো. মনিমুল হক। আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) তারা দায়িত্বে যোগদান করেন।

অধ্যাপক কামাল উদ্দিন বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক এবং অধ্যাপক ড. মো. মনিমুল হক পরিসংখ্যান বিভাগের শিক্ষক। দায়িত্বে যোগদানকালে আইকিউএসি’র কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন। নবনিযুক্ত অতিরিক্ত পরিচালকদ্বয় তাঁদের দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে ১৯৯৬ সালে স্নাতক (সম্মান) ও ১৯৯৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০৮ সালে তিনি রাবি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০০ সালে রাবিতে ভাষা বিভাগে ফারসি বিষয়ে প্রভাষক পদে যোগ দেন ও ২০১৩ সালে প্রফেসর পদে উন্নীত হন। ইতোপূর্বে তিনি বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে তিনি কোলকাতা বিশ্ববিদ্যালয়ে ফারসি ভাষা ও সাহিত্য বিষয়ে ভিজিটিং প্রফেসরের দায়িত্ব পালন করেন।

ড. মো. মনিমুল হক রাবি পরিসংখ্যান বিভাগ থেকে ১৯৯৭ সালে স্নাতক (সম্মান) ও ১৯৯৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০১৩ সালে তিনি এমফিল ও ২০১৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৩ সালে রাবিতে প্রভাষক পদে যোগ দেন ও ২০১৯ সালে প্রফেসর পদে উন্নীত হন। তিনি অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ - রাজশাহীর খবর