সোমবার , ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ৯ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাবির হলে সিট বাণিজ্য-চাঁদাবাজি হলে অভিযোগ জানানোর আহবান

Paris
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ৮:৩৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলসমূহে বিগত সময়ে শিক্ষার্থী নিপীড়ন, সিট দখল, সিট বাণিজ্য, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড জড়িতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ জানাতে আহবান করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার প্রাধ্যক্ষ পরিষদের সাধারণ সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত সময়ে শিক্ষার্থী নিপীড়ন, সিট দখল, সিট বাণিজ্য, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে স্ব স্ব হলের প্রাধ্যক্ষের কাছে জমা দেওয়ার জন্য সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহবান জানানো হয়েছে।

অভিযোগকারীর নাম-পরিচয় গোপন রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

সর্বশেষ - রাজশাহীর খবর