রাবির প্রথম ইমেরিটাস প্রফেসর এবিএম হোসেন আর নেই

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইতিহাসবিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম ইমেরিটাস প্রফেসর ড. এ.বি.এম হোসেন ওরফে আবুল বাশার মোশাররফ হোসেন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজেউন)।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এই বরেণ্য প্রফেসর শুক্রবার দিবাগত রাত ২ টায় (১১ জুলাই ২০২০) ঢাকার স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেছেন।

তাঁর মৃত্যুতে এক বরেণ্য ইতিহাসবিদকে হারালো জাতি। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন রাবি প্রশাসন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।

মুত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৬ বছর। তিনি ১ সেপ্টেম্বর ১৯৩৪ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন।

স/আর