রাবির প্রতিষ্ঠাবার্ষিকীর অনলাইন আলোচনায় দেশের ছয় উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, রাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘ঐতিহ্যে-সাফল্যে-সম্ভাবনায়’ শীর্ষক অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিতর্ক সংগঠন গ্রুপ অব লিবারেল ডিবের্টাস বাংলাদেশ (গোল্ড বাংলাদেশ) এর আয়োজনে সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে দেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অংশ নেন।

সংগঠনটির সাবেক সভাপতি কাজী সফিকের সঞ্চালনায় এ আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন মাতিন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএইচএম মোস্তাফিজুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ অংশ নেন।

উপাচার্যরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সকলে ঐক্যবদ্ধভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মান বৃদ্ধিতে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনায় অংশ নেওয়া ছয়জন উপাচার্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষক ছিলেন। বর্তমানে প্রেষণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করছেন তারা।

আলোচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক বিষয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টা জরুরী।

স/অ