সোমবার , ১ জুলাই ২০২৪ | ১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাবিতে শিক্ষক-কর্মচারিদের অবস্থান কর্মসূচি পালন

Paris
জুলাই ১, ২০২৪ ১:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

সর্বজনীন পেনশনব্যবস্থায় অন্তর্ভুক্ত করে ঘোষিত ‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবিতে ক্লাস, পরীক্ষা অফিস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

আজ সোমবার সকাল ১০ টা থেকে সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়। এই আন্দোলনের ফলে ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় সেশনজটে পরার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা৷ শিক্ষার্থীরা বলছেন, এভাবে আন্দোলন চলতে থাকলে শিক্ষাজীবন শেষ করতে দীর্ঘ সময় লাগবে।

এই আন্দোলনের ফলে শিক্ষার্থীদের ভোগান্তি আরো বাড়বে। দ্রুত ক্লাস পরীক্ষা চালুর দাবি জানান তারা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ওমর ফারুক সরকার বলেন, প্রত্যয় স্কিম বাতিল করে আগের পেনশন ব্যবস্থা চালু না করা পর্যন্ত ক্লাস পরীক্ষাসহ সমস্ত অফিসিয়াল কাজ বন্ধ থাকবে। এতে শিক্ষার্থীদের সাময়িক ক্ষতি হলেও আন্দোলন শেষে তা পুষিয়ে দেয়ার চেষ্টা করা হবে।

পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন তিন মাসেরও অধিক সময় ধরে বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে।

সর্বশেষ - রাজশাহীর খবর