রাবিতে ভর্তির জন্য আল আমিনকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও

তানোর প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ৫৪ তম হওয়া তানোরের গুচ্ছগ্রামের শফিকুলের ছেলে আল আমিনকে ভর্তির জন্য আর্থিক সহায়তা দিয়েছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ। সোমবার বিকেলে নির্বাহীর কার্যালয়ে তার হাতে সহায়তা হিসেবে নগদ টাকা তুলে দেন ইউএনও।

আল আমিন বলেন, ‘বসতঘর ছাড়া আমাদের কোনো সম্পদ নেই। বাবা দিনমজুরের কাজ করে যা পান, তা দিয়ে সংসারের খরচ চলে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভর্তির টাকা জোগাড় নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার ভর্তির টাকা সহায়তা দিয়েছেন।

ইউএনও পংকজ বলেন, বিষয়টি জানার পর তাকে ডেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভর্তি বাবদ ৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।

এস/আই