রাবিতে বঙ্গবন্ধু পরিষদের আলোচনাসভা

নিজস্ব প্রতিবেদক:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ। বুধবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের গ্যালারিতে এ সভার আয়োজন করা হয়।

 
সভায় বক্তারা বলেন, একাত্তরের পরাজিত শক্তি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, উন্নয়ন সহ্য করতে না পেরে জাতির জনককে সপরিবারে হত্যা করেছিল। সেই শক্তির দোসররা এখনও দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে অস্থিতিমীল করার পাঁয়তারা চালাচ্ছে।

 
অনুষ্ঠানে বক্তরা জাতির জনকের সোনার বাংলা গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

 
পরিষদের সভাপতি অধ্যাপক মোখলেসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামীলীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

 

অনুষ্ঠান পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্রের সঞ্চালনায় আরও বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবকে উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ্, সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা প্রমুখ।

স/শ