রাবিতে পেশাগত দায়িত্ব পালনকালে মারধরের শিকার সাংবাদিক

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্বপালনকালে এক সাংবাদিক মারধরের শিকার হয়েছেন। এ ঘটনায় বুধবার (১ জুন) বিকেলের দিকে রাজশাহীর মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক ওমর ফারুক।

মো. উমর ফারুক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। অনলাইন পোর্টাল ক্যাম্পাস লাইভ’র তিনি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩১ মে) বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কাজ করতে গিয়ে নেত্রকোণার এক শ্রমিকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়। এ ঘটনায়  রাত সাড়ে ৯টার দিকে রাবি নেত্রকোনা জেলা সমিতির সদস্যরা প্রতিবাদ জানান। এ সময় তারা নির্মাণাধীন নতুন ভবনে ভাঙচুর চালান। সেখানে ওমর ফারুক নামের এক সাংবাদিক পেশাগত কর্তব্য পালনে ভিডিও ধারণ করেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়। তিনি সাংবাদিক পরিচয় দিলেও নেত্রকোনা জেলা সমিতির সভপতি মেহেদী হাসান স্বাধীন তার ফোন ছিনিয়ে নেন ও মারধর করেন।

এ বিষয়ে রাবি প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ঘটনা শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সাধারণ ডায়েরির বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আমি  একটা মিটিংয়ে ছিলাম। এইমাত্র আসছি।