রাবিতে নিরিখ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন শুরু বুধবার

নিজস্ব প্রতিবেদক:

‘সাহিত্যে সমকাল, সমকালের সাহিত্য’- এ প্রতিপাদ্যে বুধবার (৯ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘নিরিখ তৃতীয় আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন’। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেপের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। রাবির সাহিত্য সাময়িকী ‘নিরিখ’ এ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সম্মেলনের সাংগঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তফা তারিকুল আহসান জানান, দুই দিনে আটটি অধিবেশনে সাহিত্য, শিল্প, সমাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন দেশ-বিদেশের সাহিত্যিক, প্রাবন্ধিক ও লেখকরা। এতে বাংলাদেশ, ভারত ও নেপালের ৫৮ জন প্রাবন্ধিক তাদের প্রবন্ধ উপস্থাপন করবেন। এতে অংশ নেবেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী, ভারতের পশ্চিমবঙ্গের আলিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মীর রেজাউল করিম, রাবির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শামসুন নাহার ও পুরনজিৎ মহলদার উপস্থিত ছিলেন।

‘বাংলার সাহিত্য বাঙালির সাহিত্য’-এ স্লোগানকে সামনে রেখে ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় নিরিখ সাহিত্য বিষয়ক পত্রিকা। সাহিত্য চর্চা এবং সমালোচনার মাধ্যমে সাহিত্যকদের উৎসাহিত করার লক্ষ্যে ২০১৭ সালে প্রথম আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন করে নিরিখ।

জি/আর