রাবিতে নবজাগরণ ফাউন্ডেশনের নবীন বরণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন নবীন সদস্যদের বরণ করে নেওয়া হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনের নৃবিজ্ঞান বিভাগের গ্যালারি কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন বিভাগের সহকারী অধ্যাপক এবং নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্ট৷ সাদিকুল ইসলাম সাগর বলেন, নবজাগরণ ফাউন্ডেশন একটি আবেগের নাম । রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে যদি কোন ইফেক্টিভ (কার্যকরী) সংগঠন থেকে থাকে সেটি নবজাগরণ ফাউন্ডেশন। বই পুস্তকের মধ্যে তোমাদের সীমাবদ্ধ থাকা যাবে না। নিজের ক্যারিয়ার ডেভলপমেন্ট করতে হবে। ক্যারিয়ার ডেভলপমেন্টে নিজেকে এগিয়ে নিতে সাহায্য করবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ফাউন্ডেশনের সভাপতি রাসেল সরকার নবীনদের উদ্দেশে বলেন, আজ থেকে নবজাগরণ পরিবারের সঙ্গে  তোমাদের পথচলা শুরু। তোমরা সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করো। পাশাপাশি দক্ষ ও মানবসম্পদ হিসেবে নিজেদেরকে আরো সমৃদ্ধ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জি/আর