রাবিতে ট্রাক চাপায় নিহত হিমেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক:

ট্রাকচাপায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১ ফেব্রুয়ারি) চারুকলা অনুষদের শিক্ষার্থীদের উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম বলেন, হিমেলের মৃত্যু তাঁর পরিবার, সহপাঠীসহ সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য হৃদয়বিদারক। এমন ঘটনা আর যাতে না ঘটে এজন্য সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। তাঁর মৃত্যুতে অসহায় পরিবারের প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাধ্যমত সহায়তা দিয়েছে। ভবিষ্যতেও প্রয়োজনে সহযোগিতা দেয়ার বিষয় বিবেচনা করা হবে বলে তিনি জানান।

স্মরণসভায় হিমেলের স্মরণে বৃক্ষরোপণ করা ছাড়াও শিক্ষক ও সহপাঠীরা স্মৃতিচারণ করে বক্তৃতা করেন। অনুষ্ঠানে তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলে মোনাজাতও করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চারুকলা অনুষদ অধিকর্তা অধ্যাপক মোহাম্মদ আলী। এছাড়া গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক টিএমএম নুরুল মোদ্দাসের চৌধুরীসহ অনুষদভুক্ত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়।

এছাড়াও বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ড. মমতাজ উদ্দিন আহমেদ একাডেমিক ভবনে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা অ্যাসোসিয়েশনস (রুডা) এই সভার আয়োজন করে।

মাহমুদ হাবিব হিমেল ২০২২ সালের ১ ফেব্রুয়ারি দিবাগত রাতে শহীদ হবিবুর রহমান হল সংলগ্ন সড়কে ট্রাকচাপায় মারা যায়।

জি/আর