রাবিতে কুষ্টিয়া জেলা সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ এবং প্রবীণদের বিদায় দিয়েছে কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ সমিতি। এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আজমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি-তে নবীনবরণ, প্রবীণ বিদায় ও পুণর্মিলনী অনুষ্ঠানটি আয়োজিত হয়।

দুই উপাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কুষ্টিয়া জেলার কৃতি সন্তান। বর্তমানে দেশের দুইটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আজম।

প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান, কল্যাণ সমিতির উদেষ্টা মন্ডলীর সদস্য সহযোগী অধ্যাপক ড. মো. আরিফুর রহমান ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সুজা উদ-দৌলা প্রমুখ।

সংগঠনের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আকাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সভাপতি চন্দন দত্ত।