রাবিতে আরও চারটি মর্টার শেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

নগরীতে আবারও চারটি মর্টার শেল সদৃশ বস্তু পাওয়া গেছে। সেগুলোকে ঘিরে পুলিশী পাহারা বসানো হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) বিকেল পাঁচটার দিকে নগরীর পশ্চিম বুধপাড়ার একটি জমি থেকে মর্টার শেল সদৃশ ওই বস্তুগুলো উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ওসি সিদ্দিকুর রহমান। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

মনিরুল ইসলাম নামের স্থানীয় এক বাসিন্দা জানান, কিছুদিন আগে ওই জমিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জোহা হলের পুকুর খননের মাটি ফেলা হয়েছিলো। ধারনা করা হচ্ছে, সেই সময় মাটির সঙ্গে এই বস্তুগুলো ট্রাক্টারে এসেছে। সেই মাটিগুলো ট্রাক্টার দিয়ে সমান করার সময় লোহার দুইটি (মটার শেল) বস্তু দেখতে পান জমির মালিক মো. মুঙ্গলা। এই জমিতে থাকা অপর দুই শিশু আরও দুইটি একই ধরনের বস্তু পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। বর্তমানে পুলিশ ওই চারটি মটার শেলকে সদৃশ বস্তুকে ঘিরে পাহারা বসিয়েছে। এছাড়া চার পাশে রশি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ৩০ এপ্রিল রাবির বধ্যভূমি এলাকার পুকুর থেকে আরও ২টি মর্টার শেল ও ১টি রকেট লঞ্চার উদ্ধার করে পুলিশ। এর আগে গত ২৭ এপ্রিল একই স্থান থেকে একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়। পরবর্তীতে সেনাবাহিনীর বোমা নিস্ক্রিয়কারী দল এসে শেলটি নিস্ক্রিয় করে। ওইদিন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছিলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বধ্যভূমির পাশেই শহীদ শামসুজ্জোহা হলে পাক হানাদারদের ক্যাম্প ছিলো। মর্টার শেলটি যুদ্ধকালীন সময়ের বলে ধারণা করা হচ্ছে।

স/জে