রাবিতে অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অফিস সময়সূচির পরিবর্তন এনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়েছে। এই নিয়ম আগামী ৬ নভেম্বর থেকে কার্যকর হবে। মঙ্গলবার (০১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের  রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম।

রেজিস্ট্রার জানান, আগামী ৬ নভেম্বর (রবিবার) থেকে অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এর মাঝে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্ন বিরতি থাকবে। এছাড়া সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার দুই দিন।

এছাড়া বাসের রুট সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক ড. মোকছেসুল হক বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে বাসের রুট সংখ্যা বৃদ্ধি করা হবে। অফিস সময়ের সাথে সামঞ্জস্য রেখে পরিবহন সময়সূচির পরিবর্তন করা হবে এবং সেটা নির্দিষ্ট সময়ের আগেই জানানো হবে।

গত ২৮ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রের আলোকে সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত অফিস কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃপক্ষ। বর্তমানে এই সময়সূচি চলমান রয়েছে।

জি/আর