বুধবার , ২৬ মে ২০২১ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাতেই ‘মৃত্যু’ হচ্ছে ঘূর্ণিঝড় ইয়াসের

Paris
মে ২৬, ২০২১ ১০:১১ অপরাহ্ণ

দুর্বল হতে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’। এটি ‘অতিপ্রবল ঘূর্ণিঝড়’ থেকে দুর্বল হয়ে ‘প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ঘূর্ণিঝড় ইয়াস শুরু হয়েছিল ২৪ মে সোমবার সকাল সাড়ে ৮টায়। ৬৩ ঘণ্টার জীবনচক্র পেরিয়ে ২৬ মে বুধবার রাত সাড়ে ১১টায় তা শেষ হয়ে যাচ্ছে।

কলকাতার প্রভাবশালী সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বুধবার সকালে স্থলভাগে আছড়ে পড়ার পর থেকে ক্রমশ শক্তি হারাচ্ছে ইয়াস। দিল্লির মওসুম ভবন জানিয়েছে, শক্তি ক্ষয় করতে করতে বুধবার রাতেই ঘূর্ণিঝড় ইয়াস ফের অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে। অর্থাৎ মৃত্যু হবে ইয়াস-এর।

বঙ্গোপসাগরে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কাছে শুরু হওয়া নিম্নচাপ ধীরে ধীরে শক্তি বাড়িয়ে সোমবার সকালে পরিণত হয়েছিল ঘূর্ণিঝড় ইয়াস-এ। তারপর থেকে ক্রমশ শক্তি বাড়িয়ে প্রথমে শক্তিশালী ঘূর্ণিঝড় ও পরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয় ইয়াস। বুধবার সকাল ৯টা ১৫ নাগাদ উড়িষ্যার বালেশ্বরের দক্ষিণে স্থলভাগে আছড়ে পড়ে এই ঘূর্ণিঝড়।

স্থলভাগে আছড়ে পড়ার প্রক্রিয়া এরইমধ্যে শেষ হয়ে গেছে ইয়াস-এর। ধীরে ধীরে শক্তি হারাচ্ছে এটি। বুধবার রাতের মধ্যেই শক্তি হারিয়ে ইয়াস ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানিয়েছে ভারতের মওসুম ভবন।

এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে ইয়াস বালাসোর থেকে ১৫ কিলোমিটার দূরে উত্তর ওড়িশা উপকূলে প্রবেশ করে। ধারণা করা হচ্ছে ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিমে সরে যাবে এবং আরও দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেবে।

সর্বশেষ - আন্তর্জাতিক