রাণীনগরে ৯২৯পিস ইয়াবাসহ ৪ ব্যবসায়ী আটক

রাণীনগর প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলার লক্ষীকোলা এলাকায় অভিযান চালিয়ে ৯২৯ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। শনিবার র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো: যায়েদ শাহরিয়ারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

এ সময় আটককৃতদের কাছ থেকে ৯২৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, তিনটি মোবাইল সেট, নগদ-৪৪৪ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, রাণীনগর উপজেলার গিরিগ্রামের নজরুল ইসলামের ছেলে মো: শফিকুল ইসলাম (২৬), ময়েজ উদ্দিনের ছেলে মো: আলম (৩৯), একই উপজেলার করজ গ্রামের খোরশেদ আলী মন্ডলের ছেলে মো: জিল্লুর রহমান (২৮) ও গ্রামপুলিশ হানিফ খাঁ’র ছেলে মো: আনোয়ার হোসেন (২৫)।

র‌্যাব নাটোর কোম্পানী কমান্ডার মোঃ যায়েদ শাহরিয়ার জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এদিন লক্ষীকোলা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওই স্থানে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল বলে স্বীকার করেছে। আটককৃতদের শনিবার বিকেলে রাণীনগর থানায় সোর্পদ করা হয়েছে।

রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান বলেন, এই ঘটনায় রাণীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।

স/অ