রাণীনগরে পুলিশ কনস্টেবল করোনায় আক্রান্ত

রাণীনগর প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলায় নতুন করে একজন পুলিশ কনস্টেবল করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে রাণীনগর উপজেলায় আক্রান্তের সংখ্যা মোট ৩৪ জন। সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রাণীনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: এএইচএম ইফতেখারুল আলম খান।

রাণীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এএইচএম ইফতেখারুল আলম খান বলেন, রাণীনগর উপজেলায় নতুন করে এক পুলিশ কনস্টেবলের করোনা শনাক্ত হয়েছে। এর আগে আক্রান্ত একজন ডিএসবি’র ওয়াচার সংস্পর্শে আসা কয়েক জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠায়। রবিবার রাতে পরীক্ষার রির্পোট হাতে আসে। এতে রাণীনগর থানায় কর্মরত এক পুলিশ কনস্টেবল (৪০) এর করোনা পজেটিভ রির্পোট হাতে আসে।

তিনি জানান, এর আগে হাসপাতালের ডাক্তার, নার্স, গাড়ি চালক, ঢাকা ও নারায়নগঞ্জ ফেরতসহ মোট ৩৩ জনের করোনা শনাক্ত হয়। ধীরে ধীরে ২৯ জনই সুস্থ্য হয়েছেন। রবিবার রাতে নতুন করে আরো একজন পুলিশ কনস্টেবলের করোনা পজেটিভ আসে।

এনিয়ে রাণীনগর উপজেলায় আক্রান্তের সংখ্যা মোট ৩৪ জন। সুস্থ্য হয়েছেন ২৯ জন বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

স/অ