রাণীনগরে ছাগল চোর সন্দেহে ৫ জন আটক

রাণীনগর প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে প্রকাশ্য দিবালোকে ছাগল চুরি করে পালানোর সময় স্থানীয় জনতা ৫ জনকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনায় মামলা দায়ের করা হলে শুক্রবার সকালে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ছাগলের মালিক উপজেলার আমির গ্রামের সেন্টু আলীর ভাই মোহন আলী জানান, তার ভাইয়ের একটি ছাগল রাস্তার পার্শ্বে ঘাশ খাচ্ছিল। এ সময় একটি অটোরিক্সা যোগে যাত্রী বেশে ৫ জন ওই ছাগল চুরি করে নিয়ে যাবার সময় স্থানীয় লোকজন তাদেরকে আটক করে।

আটককৃতরা হলো, আদমদীঘি উপজেলার জিনুইর গ্রামের সোহেল রানার ছেলে শামিম হোসেন (২৫), একই গ্রামের হারুনুর রশিদের ছেলে আল আমিন (২২), জহুরুল ইসলামের ছেলে রানা আহম্মেদ (২৬), মাসুদ রানার ছেলে পারভেজ হোসেন (২৬) এবং একই উপজেলার কেশরতা গ্রামের নজরুল ইসলামের ছেলে রুবেল হোসেন (২৯)। আটককৃতদের বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ থানা পুলিশে সোর্পদ করলে পুলিশ রাতেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন, ছাগল চোর সন্দেহে স্থানীয় জনতা ৫ জনকে আটক করে সোর্পদ করেছে। তাদের বিরুদ্ধে ১৫১ ধারায় মামলা রুজু করে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

স/অ