রাণীনগরে আরো একজন চিকিৎসক করোনায় আক্রান্ত

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলায় নতুন করে করোনা ভাইরাসে হাসপাতালের আরো একজন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হাসপাতালের চিকিৎসকের সংস্পর্শে আসা রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরো একজন চিকিৎসক করোনা (পজেটিভ) শনাক্ত হয়েছে। এনিয়ে রাণীনগর উপজেলায় আক্রান্তের সংখ্যা মোট ১৮ জন। আক্রান্ত ১৮ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ৩ জন।
আক্রান্ত চিকিৎসক রাণীনগর উপজেলার খট্টেশ্বর গ্রামের বাসিন্দা এবং নওগাঁ সদরে বসবাস করেন তিনি। তাকে হাসপাতালের কোয়ার্টারে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাণীনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: এএইচএম ইফতেখারুল আলম খাঁন।
রাণীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এএইচএম ইফতেখারুল আলম খাঁন বলেন, রাণীনগর উপজেলায় নতুন করে হাসপাতালের আরো একজন চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে। এর আগে আক্রান্ত হাসপাতালের চিকিৎসকের সংস্পর্শে আসা সহকর্মীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে শুক্রবার সকালে একজনের পজেটিভ রিপোর্ট হাতে আসে। এতে আক্রান্ত হাসপাতালের চিকিৎসকের সংস্পর্শে আসা একজন চিকিৎসক (৩১) এর করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে রাণীনগর উপজেলায় মোট ১৮ জন করোনায় আক্রান্ত হলো। আক্রান্ত ১৮ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ৩ জন।
স/অ