রাণীনগরে অতিদরিদ্রদের কর্মসূচি কাজের উদ্বোধন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান (৪০ দিনের) কর্মসূচি কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার(৭ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের ত্রাণের ব্রিজ এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এদিন দক্ষিণ রাজাপুর গ্রামের ত্রাণের ব্রিজ হইতে ডিপ পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য অতিদরিদ্র ১০৫ জন কর্মসূচির কাজে যোগদেন। এছাড়া উপজেলার আটটি ইউনিয়নে পর্যায়ক্রমে ৯৭৩ জন এ কর্মসূচির কাজ করবেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান (৪০ দিনের) কর্মসূচি কাজের উদ্বোধন করেন রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান, স্থানীয় মহিলা মেম্বার রুমা বেগম প্রমুখ।

স/জে