সিল্কসিটিনিউজ ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ইংরেজি নাম বদলের উদ্যোগ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার। ভারতের সংবাদমাধ্যম জিনিউজ জানায়, সরকারি নথিতে ‘ওয়েস্ট বেঙ্গল’ নাম বদলে ‘পশ্চিমবঙ্গ’ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আর এ জন্য কেন্দ্রের সরকারকে এরই মধ্যে অনুরোধ জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
জানা গেছে, ‘ওয়েস্ট বেঙ্গল’ নামের কারণে বর্ণানুক্রমিকভাবে ভারতের অন্যতম বৃহত্তম এই রাজ্যটির নাম প্রায়শই বিভিন্ন আন্তরাজ্য বৈঠকে শেষের দিকে আসে। এই বর্ণানুক্রমিক বিড়ম্বনায় সম্প্রতি আন্তরাজ্য পরিষদের বৈঠকে খুব অল্প সময় বলার সুযোগ পেয়ে ক্ষোভে ফেটেন পড়েন মুখ্যমন্ত্রী। তারপরেই ‘ওয়েস্ট বেঙ্গল’ বদলে পশ্চিমবঙ্গ করার এই সিদ্ধান্ত নেয় রাজ্যটির সরকার।
রাজ্যের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে জিনিউজ জানায়, রাজ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তৈরি হয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাই ধৈর্য ধরে টানা ছয় ঘণ্টা বসেও ছিলেন তিনি। কিন্তু একদম শেষে বলার সুযোগ পেয়ে রাজ্যের বহু সমস্যা নিয়ে তেমন কিছুই বলতে পারেননি তিনি। আর এ কারণেই রাজ্যের নাম বদলের বিষয় নিয়ে কেন্দ্রকে অনুরোধ জানাতে চলেছে মমতার সরকার।
সূত্র: এনটিভি নিউজ