রাজিথাকে ফিরিয়ে দিন শুরু টাইগারদের

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

ঢাকা টেস্টের দুই দলই ফল প্রত্যাশা করছে। অতীত রেকর্ড তাই বলে। এই মাঠে আগের ২২ ম্যাচের ১৯টিতেই হয়েছে ফল। ড্র হওয়া তিন ম্যাচেই বড় প্রভাব ছিল বৃষ্টির। এবার বৃষ্টির চোখ রাঙানি নেই। তবে প্রকৃতির ওপর তো কারো হাত নেই।

বৃষ্টির প্রভাব থাকুক আর নাই থাকুক ম্যাচে ফল চায় দুই দল। দ্বিতীয় দিন পর্যন্ত দুই দল সমানে সমান লড়াই করেছে। তৃতীয় দিনের শুরুটাও দুর্দান্ত হলো টাইগারদের। নাইটওয়াচম্যান ব্যাটসম্যানকে থিতু হতে দিলেন না ইবাদত হোসেন। দিনের দ্বিতীয় বলে কাশুন রাজিথাকে বোল্ড করে সাজঘরের পথ দেখালেন।

তৃতীয় দিনের শুরুতে বল হাতে সাফল্য পেল বাংলাদেশ। দল যেমন শুরু চেয়েছিল তেমন শুরু এনে দিলেন ডানহাতি পেসার। উইকেটে নতুন ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুজ। চট্টগ্রামে ডানহাতি এ ব্যাটসম্যান ১৯৯ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে আউট হন শূন্য রানে। আজ কেমন করেন সেটাই দেখার।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন