বুধবার , ৩০ অক্টোবর ২০২৪ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজস্থানে বাস দুর্ঘটনায় নিহত ১২, আহত ৪১

Paris
অক্টোবর ৩০, ২০২৪ ৯:০২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভারতের রাজস্থানের সিকর জেলার একটি ওভারব্রিজের দেওয়ালে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত এবং ৪১ জনেরও বেশি আহত হয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বেলা ২টার দিকে বিকানের-জয়পুর হাইওয়ের লক্ষ্মণগড় এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার সময় বাসটির অধিকাংশ যাত্রী ধনতেরাস উপলক্ষে সিকর শহরে কেনাকাটা করতে যাচ্ছিলেন। আহতদের লক্ষ্মণগড় এবং সিকরের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সাতজনকে পরে জয়পুরে স্থানান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সালাসার থেকে নওয়ালগড়গামী বাসটি ৮০ কিমি গতিতে চলছিল এবং চালক একটি বাঁক সঠিকভাবে ঘুরতে ব্যর্থ হন। উৎসবের কারণে বাসটিতে ৫০ জনেরও বেশি যাত্রী ছিল।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে চরম বিশৃঙ্খলা ও আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয় মানুষ ও পথচারীরা আহতদের সাহায্যে এগিয়ে আসেন এবং তাদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।

এদিকে রাজস্থান রাজ্যের মন্ত্রী সুমিত গোদারা নিহতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা দেন।

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক