রাজশাহী হাসপাতালে করোনায় আরও ১৪জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরো ১৪জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ৬জন, নওগাঁর তিনজন এবং চাঁপাইয়ের চারজন এবং নাটোরের একজন রয়েছেন।

মৃতদের মধ্যে ৫জন করোনা পজেটিভ এবং ৯জন উপসর্গ নিয়ে মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৫ জন। এরমধ্যে শুধু রাজশাহীরই ৪৪জন ভর্তি হয়েছেন। এনিয়ে ৩৫৭ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪২৩ জন। এরমধ্যে রাজশাহীর ২৮৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬৪জন, নাটোরের ৩১জন, নওগাঁর ২৯ জন, পাবনার ৮জন, কুষ্টিয়ার ৩জন এবং চুয়াডাঙ্গার ২জন রয়েছেন।

এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪০০টি নমুনা পরীক্ষায় ১১৯জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ২৯ দশমিক ৭৫শতাংশ। নওগাঁর ১৬০ নমুনা পরীক্ষায় ৬১জনের পজেটিভ আসে। শনাক্ত হার ৩৮ দশমিক ১৩শতাংশ।