রাজশাহী হাসপাতালে করোনা ওয়ার্ডে একদিনে আরও ২০জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। সোমবার  সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৪ জন ও উপসর্গে ১৬ জন মারা গেছেন।

এদের মধ্যে রাজশাহীর ৮জন, নাটোরের ৫জন, পাবনার ৩জন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের ২জন করে মারা গেছেন। মৃতদের মধ্যে ৪জন করোনা পজেটিভ, ১৬জন উপসর্গ নিয়ে মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬০ জন। এনিয়ে ৪৫৪ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪৮০জন। এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪৯২টি নমুনা পরীক্ষায় ১১৩জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ২২ দশমিক ৯২শতাংশ।