রাজশাহী সীমান্তে হেরোইন ইয়াবা গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সীমান্তে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইন, ১৯০ পিস  ইয়াবা এবং ২.৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার (০৫মে) রাজশাহী ব্যাটালিয়ন (১বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ তালাইমারী, এবং ইউসুফপুর বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এসময় ৫০০ গ্রাম ভারতীয় হিরোইন, ১৯০ পিস ভারতীয় ইয়াবা এবং ২.৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য ১০ লাখ ৬ হাজার ৭০টাকা ।

তবে টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক/সনাক্ত করা যায়নি। মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও এতে জানানো হয়।

স/অ