রাজশাহী সীমান্তে প্রায় ৬লাখ টাকা মূল্যের ফেনসিডিল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিজিবি’র অভিযানে সীমান্তে প্রায় ৬লাখ টাকা মূল্যের ১ হাজার ৪৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আজ বুধবার রাত সোয়া ৩টায় জেলার বাঘা থানাধীন বারশিপাড়া নদীর পাড় এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ রাজশাহী ব্যাটালিয়ন (১বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ১ বিজিবি এর অধীনস্থ মীরগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় হাবিলদার  আলমগীর হোসেন এর নেতৃত্বে বিশেষ টহল দল অভিযান করে। এসময় বাঘা থানাধীন বারশিপাড়া নদীর পাড় এলাকা থেকে ১,৪৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ৫ লাখ ৯৪ হাজার টাকা।

এদিকে, চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানিয়েছে বিজিবি।

স/অ