রাজশাহী সিটিতে একদিনে ৩৬ জনের করোনা শনাক্ত, জেলায় মোট ৪৫

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীতে আজ একদিনে মোট ৩৬ জনের করোনা শনাক্ত হলো। রামেক হাসপাতাল ল্যাব ও রামেক ল্যাবে পৃথক নমুনা পরীক্ষা শেষে নগরীর মোট ৩৬ জনকে করোনা পজিটিভ শনাক্ত করা হয়। অন্যদিকে জেলার চার উপজেলায় আজকে দুই ল্যাব মিলে মোট শনাক্ত হয়েছে ৯ জন। ফলে আজ জেলায় মোট সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৫ জনে।
এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (আরমএমসিএইচ) করোনা ল্যাবে ১৭২টি নমুনা পরীক্ষা শেষে রাজশাহীর ২৭ জনের নমুনায় পজেটিভ  পাওয়া যায়। এর মধ্যে নগরীর হলেন ২0 জন। এছাড়া জেলার বাগমারা, চারঘাট ও পবার রয়েছেন ৭ জন।
এদিকে এ নিয়ে জেলায় মোট করোানা রোগীর সংখ্যা দাঁড়ালো ৫১৯ জনে। এর মধ্যে নগরীতে সংখ্যা দাঁড়ালো ৩৬৭ জনে। ফলে জেলার মধ্যে বেশিরভাগ রোগী এখন নগরীতেই। নগরীর বাইরে ১৫২ জন।
তারা হলেন, রামেক হাসপাতালের ইউরোলজি বিভাগের ইন্টার্নি চিকিৎসক মনন-২৫, ও ডাঃ সাকিব -২৪, ডাঃ সিদ্দিকা-২৫, রামেক হাসপাতালের সুমন-৩৫, ফারহা-২০, নাসরিন-৬৬, সরোয়ার-৩৬, নগরীর তেরোখাদিয়া এলাকার সাইদুল ইসলাম -৫৩, রামেক হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আমিনা-২৭ ও রেহানা-৫০, নগরীর হাসিবুল-৩৫, নগরীর ৪ নম্বর ওয়ার্ডের মেহেরজান -৫৬, পবা এলাকার আমজাদ-৫৪, রামেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডের রোগী হানিফ ৫৫, রেজিয়া-৫২, শরীফুল-৩৯ ও হাসপাতালের রোগী শামীমা-৩৭, দেলোয়ার-৫৭, রামেক হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনা লায়লা-৩০, নগরীর শিরোইল এলাকার তৌসিফ মোঃ আমিন ফয়সাল-২৬, ও হাসিনা আক্তার -৫৪, বাগমারা এলাকার গৌরাঙ্গ-২২, সিরাজুল -৪৫, তাহের-২৮, সাজাহান-২৯, ইশতিয়াক -২৯, ও চারঘাট এলাকার ওমর সানি-২৩।
এদিকে রামেক ল্যাবে শনাক্ত হওয়া রাজশাহীর রোগীরা হলেন, নগরীর প্রেমা খান (২৫), সাদিয়া আফরিন সাবা (১৮), হাবিবুলল্লাহ হক (৪৫), সালমা খাতুন (৪৫), সীমা খান (৪৫), গোলাম কিবরিয়া (৫৪), আব্দুল ওহাব (৩৪), জিনিয়া আক্তার (১৯), জিয়াউর রহমান (৪০), শ্রী কার্তিক রবি দাশ (৩০), আতিয়া জাহান (৪০), আরমান হারায়ন চৌধুরি (৪৮), মীর মোহাম্মদ আলী (৪২) আবুল হাসান (৩২), রাজশাহী সিটি করপোরেশনের কর্মী মোশাররফ হোসেন (৩৬) ও মুক্তার হোসেন (৪৬)। তানোরের ডাক্তার শাপলা রানী (২৬) ও শ্রীতো মাহাত (৪)।

স/আর