রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন 

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আবক্ষ ম্যুরাল প্রতিকৃতি উন্মোচন করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় ফলক উন্মোচন করে বঙ্গবন্ধুর আবক্ষ ম্যুরাল প্রতিকৃতি উন্মোচন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঋণ পরিশোধ করার মতো না। কারণ তিনি আমাদের একটি দেশ দিয়ে গেছেন। মেয়র আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সর্বক্ষেত্রে উন্নয়ন হয়েছে। তিনি সকল ক্ষেত্রে হাতের পরশ দিয়েছেন, সেটিই জ¦লে উঠেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে। বাংলাদেশ আগামী ২০৩০ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে পৃথিবীর অন্যতম ধনী দেশে পরিণত হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ তাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহা. মোকবুল হোসেন, রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান, রাজশাহী ইসলামী ব্যাংক হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. এস.আর তরফদার, শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম, কলেজ পরিদর্শক হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

স/অ