রাজশাহী শাহমখদুম মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ওপর রড, বাঁশ, লাঠি দিয়ে হামলা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী শাহমখদুম মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। বহিরাগত ক্যাডার ডেকে ওই শিক্ষার্থীদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।

তাদের মধ্যে কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের হাত ভেঙে গেছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

ভদ্র জানায় আগামীকাল শনিবার একমি ঢাকা থেকে একটি দল রাজশাহী শাহ মখদুম মেডিকেল কলেজ পরিদর্শনে আসবে। এ খবর পেয়ে ওই কলেজের শিক্ষার্থীরা সেখানে আজ বিকেলে যায়। এরপর বহিরাগত ক্যাডার ডেকে ওই শিক্ষার্থীদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

শাহমখদুম মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান স্বাধীন বলেন, ‘আমি মেডিকেল কলেজের অফিসে বসে কাজ করছিলাম। বাইরে হইহুল্লর শুনে এসে দেখি শিক্ষার্থীরা রাস্তায়। তাদের সাথে কথা বলতে পুলিশ আসে। তখন শিক্ষার্থীরা চলে যায়।’ তিনি আরও বলেন, ‘শনিবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে টিম আসার কথা রয়েছে। কিছু শিক্ষার্থী পরিবেশ অস্থিতিশিল করছে কেনো জানি না।’

চন্দিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুম মনির বলেন, ঘটনা শুনেছি। তবে এই বিষয়ে কেউ অভিযোগ করে নি।

স/রি