রাজশাহী ল্যাবে আজ ২৭ জনের করোনা শনাক্ত, নগরীতে ৫

নিজস্ব প্রতিবেদদক:
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মলিকুলার বায়োলজি ল্যাব ও মেডিকেল কলেজ ল্যাবে আজ মঙ্গলবার করোনার নমুনা পরীক্ষায় মোট ২৭ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর রয়েছে ৫ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৯ জন। আর ন গরীতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৯ জন। যা জেলার মধ্যে সর্বোচ্চ।
আক্রান্তরা হলেন, জেলার পুঠিয়ার আসাদুজ্জামান (৩৫), নগরীর মিশন হাসপাতালে চিকিৎসাধীন আকতার হোসেন (৬৬), পুঠিয়ার শাহানা (৪২), নগরীর ফায়াজ শামীম (২৬), হামদাদ (১০), হামিদুল (৫১), চারঘাটের উজির (১৮), তানোরের রাসেল (২৪) নগরীর রহিমা খাতুন (৪৪), চারঘাটের আকতার বানু (৬০), মিতু (৩১) ও রিদওয়ান (১৪) এবং নগরীর অদূরে কাটাখালি পৌর এলাকার তানজু আরা (৩৫)।
এছাড়াও পাবনার ১৩ জনের মধ্যে ঈশ্বরদীর মামুনুর রশীদ (৩১) ও জহুরা (৬৩), আটঘোরিয়ার বাসেত (৫২), ঈশ্বরদীর স্লিয়াওয়ান হোসাইন (৪০), রফিকুল ইসলাম (৫০), জাহাঙ্গীর (৪১), সাথিয়ার গোলাম মোস্তফা (৬২), পাবনা সদরের  ঝড়ু (৬৩), ইয়াকুব আলী (৪০), আব্দুর আউয়াল (৩৫) ,সুজানগরের
সাইফুল (৩৫), ও নুরুল ইসলাম (৭০)।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার একজন হলেন মোরশেদুর হাসান (২৬)। নাটোরের লালপুর উপজেলার জনি শেখ (২২)।
স/আর