রাজশাহী লিও ক্লাবের জয় দিয়ে রাজশাহী মেট্রোপলিটন ক্রিকেট চ্যাম্পিয়ন ট্রফি শুরু

নিজস্ব প্রতিবেদক:
লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটনের আয়োজনে ‘রাজশাহী মেট্রোপলিটন ক্রিকেট চ্যাম্পিয়ন ট্রফি-২০২১’ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে একটি এক দিনের টি২০ ক্রিকেট ম্যাচের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। খেলায় লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটন ৬ উইকেটে বগুড়া লিও দলকে পরাজিত করে।
গতকাল শুক্রবার সকাল ১০টায় খেলার শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন লায়ন্স ক্লাব অব রাজশাহীর সভাপতি লায়ন ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি।
এরপর টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটন। প্রথমে ব্যট করেতে নেমে বগুড়া লিও দল সবকয়টি উইকেট হারিয়ে ৬৭ রানের সহজ টার্গেট দেয়। তারপর আয়োজক দল লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটন রান তাড়া করতে নেমে ৬ উইকেটে জয় লাভ করে।
খেলায় সর্বোচ্চ রান সংগ্রহকারি ও ম্যাচসেরা হয়েছেন লিও ডা. আমানুল্লাহ বিন আক্তার আবিদ। এবং লিও ফিরোজ সেরা বোলারের পুরস্কার গ্রহন করেন।
ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমকে পুরস্কার তুলে দেওয়া হয় । এছাড়াও সকল খেলোয়াড়দের  মেডেল প্রদান করা হয়।
পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন- লায়ন্স ক্লাব অব রাজশাহীর ১ম সহ-সভাপতি  লায়ন ইফতিয়ার মাহমুদ বাবু ও সেক্রেটারি লায়ন মামুন-অর রশিদ, লায়ন ডা. এস এম এ মান্নান, লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটনের উপদেষ্টা লায়ন মোস্তাফিজুর রহমান।
এছাড়াও  উপস্থিত ছিলেন লায়ন ইফতেখার হোসেন, লায়ন তাসলিমা ডালিয়া, লায়ন মাহাবুবুর রহমান, লায়ন এ কে মাসুদ, লায়ন জিয়া আহমেদ, লায়ন মঞ্জুর রহমান খান, লায়ন আবরার হোসেন তুহিন, সদ্য প্রাক্তন সভাপতি এবং জোন ডিরেক্টর লিও আজিমা পারভীন টুকটুকি এবং লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটনের সভাপতি লিও সাবরিন নাহারসহ অন্যান্য লায়ন ও লিওবৃন্দ।
স/রি