সোমবার , ৭ ডিসেম্বর ২০২০ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ফিরিয়ে দিলেন যাত্রীর হারানো ব্যাগ

Paris
ডিসেম্বর ৭, ২০২০ ৫:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী রেলওয়ে স্টেশনে পরিত্যাক্ত অবস্থায় একটি দামি মোবাইল ও ল্যাপটপ পেয়ে তা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ মহানুভব কাজটি করেছে রাজশাহী রেলওয়ে স্টেশনে কর্তব্যরত হাবিলদার জহুরুল ইসলাম। ঘটনাটি ঘটে সোমবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায়।

ল্যাপটপটির মালিক ইমাদুল হক।তার বাড়ী চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়।সে রুয়েটের শিক্ষার্থী।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর (পরিদর্শক) ইমদাদুল হক জানান,রেল স্টেশনে কর্তব্যরত হাবিলদার জহুরুল ইসলাম, রাজশাহী রেলস্টেশনের ৫ নং প্লাট ফর্মের একটি পিলারে যাত্রীদের বসার যায়গায় একটি ব্যাগ দেখতে পায়। আশেপাশে কাউকে না পেয়ে ব্যাগটি তিনি অফিসে জমাদেন। ঐ ব্যাগে একটি ৩০ হাজার টাকা মূল্যের ল্যাপটপ,একটি এ্যান্ড্রয়েড মোবাইলসহ মূল্যবান কাগজপত্র ছিলো। প্রকৃত মালিক খোঁজার জন্য স্টেশনের মাইকে মালিককে যোগাযোগের জন্য একাধিকবার প্রচারের পর ইমাদুল হক তাদের সাথে যোগাযোগ করলে তথ্য ও প্রমানের ভিত্তিতে তার কাছে ব্যাগটি হস্তান্তর করা হয়।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার জহুরুলের এই সততার জন্য তার বাহিনী গর্বিত বলে জানান তিনি।

স/জে

সর্বশেষ - রাজশাহীর খবর