রাজশাহী রেঞ্জ ডিআইজি ও পুলিশ কমিশনারকে বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:

পুলিশের রাজশাহী রেঞ্জের বিদায়ী উপ-মহারিদর্শক (ডিআইজি) একেএম হাফিজ আক্তার ও রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার হুমায়ুন কবীরকে সংবর্ধনা জানানো হয়েছে।

আজ বুধবার সকাল ১১ টার দিকে পুলিশ লাইন্সে রাজশাহী জেলা পুলিশের আয়োজনে রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার) রের রাজশাহী রেঞ্জ হতে বদলীসূত্রে ঢাকা মেট্রোপলিটন পুলিশে পদায়ন উপলক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার মো: শহিদুল্লাহ বিপিএম, পিপিএম।

অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে ডিআইজি কে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার। বিদায় অনুষ্ঠানে পুলিশ সুপারসহ জেলা পুলিশের সকল র‌্যাংকের সহকর্মীগণ ডিআইজি স্যারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এসময় ডিআইজি এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার) তার বক্তব্যে করোনাকালীন কার্যক্রমের জন্য পুলিশ সদস্যদের ভূয়সী প্রশংসা করেন এবং প্রত্যেককে সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরনের নির্দেশনা প্রদান করেন।

Image may contain: 8 people, people standing, text that says "জনাব মোঃ হুমায়ুন কবির বিপিএম, পিপিএম পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এর বিদায় पবর্ধনা আরএমপি"

অন্যদিকে, মঙ্গলবার সকালে আরএমপির পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে কমিশনার হুমায়ুন কবীরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে তাকে সম্মাননা স্মারক দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সালমা বেগম, উপ-কমিশনার (সদর) রশীদুল হাসান প্রমুখ।