রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা : সিট ৪১০০, আবেদন ৪ লাখ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের সময় শেষ হয়েছে। এইবার তিন ইউনিটে প্রাথমিক আবেদন জমা পড়েছে চার লাখ এক হাজার ৪১৪টি। এই তিন ইউনিটে আসন সংখ্যা চার হাজার ১০০টি।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ১৫ মার্চ থেকে প্রাথমিক আবেদন শুরু হয়। এ আবেদন চলে ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত।

অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, চলতি বছর তিনটি ইউনিটে সর্বমোট চার লাখ এক হাজার ৪১৪টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে (মানবিক) আবেদন জমা পড়েছে এক লাখ ৪৮ হাজার ৬১০টি, ‘বি’ ইউনিটে (বাণিজ্য) ৯৮ হাজার ৬৪৪টি ও ‘সি’ (বিজ্ঞান) ইউনিটে এক লাখ ৫৪ হাজার ১৬০টি। মোট আবেদনকারী ভর্তিচ্ছু দুই লাখ ১৯ হাজার ২৭৩ জন। এসব আবেদন যাচাই-বাছাই শেষে নির্বাচিত ভর্তিচ্ছুরা আগামী ৯ এপ্রিল দুপুর ১২টা থেকে চূড়ান্ত আবেদন করতে পারবেন। ১৫ এপ্রিল পর্যন্ত চূড়ান্ত আবেদন প্রক্রিয়া চলবে।

প্রসঙ্গত, চলতি বছরের ২৯ থেকে ৩১ মে পর্যন্ত তিন ইউনিটের ভর্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। প্রতি ইউনিটে সর্বোচ্চ ৭২ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।