রাজশাহী বিভাগে নতুন শনাক্ত ৮৮৩, মৃত্যু ৬ জনের

প্রতিবেদনে বলা হয়েছে, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বগুড়ার চারজন, জয়পুরহাট ও নওগাঁর একজন করে রয়েছেন। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা ৮৩২।

এদিকে গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত বিভাগে ৪ হাজার ২৮৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। বিভাগে শনাক্তের হার ২০ দশমিক ৬০ শতাংশ।

নতুন শনাক্ত ৮৮৩ জনের মধ্যে রাজশাহী জেলায় সর্বোচ্চ ৩২৩ জন শনাক্ত হয়েছেন। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ৪৩, নওগাঁয় ৭৮, নাটোরে ৯৫, জয়পুরহাটে ৬৫, বগুড়ায় ১২৭, সিরাজগঞ্জে ৬৭ ও পাবনায় ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত বিভাগে মোট ৫৩ হাজার ৭৬২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে বিভাগে বগুড়া জেলায় করোনায় সর্বোচ্চ ৩৭৭ জন মারা গেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৪৯ জনের মৃত্যু রাজশাহী জেলায়। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১০৪, নওগাঁয় ৭৪, নাটোরে ৪৯, জয়পুরহাটে ২৭, সিরাজগঞ্জে ২৯ ও পাবনায় ২৩ জনের মৃত্যু হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার বলেন, বিভাগে আজ মৃত্যুর সংখ্যা কিছুটা কম। শনাক্তের হারও কিছুটা কমেছে। আগের দিনও বিভাগে ১৭ জনের মৃত্যু হয়েছিল। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোরে প্রায় দিনই মৃত্যু হলেও গত ২৪ ঘণ্টায় এই জেলাগুলোতে কেউ মারা যাননি।

বর্তমানে বিভাগের ৮ জেলায় ৫ হাজার ৭৭৪ জন হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন ১৭৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পুরো বিভাগে হাসপাতালের বাইরে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ৯ হাজার ৬১৭ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, রাজশাহী বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ১২ এপ্রিল। এরপর গত বছরের ২৯ জুন শনাক্ত রোগীর সংখ্যা পাঁচ হাজার ছাড়ায়। এভাবে শনাক্ত রোগীর সংখ্যা ২০ জুলাই ১০ হাজার, ৪ আগস্ট ১৫ হাজার, ৩০ সেপ্টেম্বর ২০ হাজার, চলতি বছরের ২০ জানুয়ারি ২৫ হাজার, ১৯ এপ্রিল ৩০ হাজার, ৩০ মে ৩৫ হাজার, ৯ জুন ৪০ হাজার, ১৭ জুন ৪৫ হাজার, ২৪ জুন ৫০ হাজার এবং সবশেষ আজ ৫৩ হাজার ছাড়াল রোগী। এর মধ্যে চলতি মাসে ১৮ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছেন।

প্রথম আলো