রাজশাহী বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২২৪৯১ হাজার

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিভাগে শনিবার সকাল পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৪৯১ জন। বিভাগের আট জেলা মিলে এ পরিমাণ রোগী এখন পর্যন্ত শনাক্ত হয়েছে। এছাড়াও মারা গেছে মোট ৩৩৬ জন।

আক্রান্ত রোগীদের মধ্যে সর্বোচ্চ বেশি সংখ্যক রোগী চিহ্নিত হয়েছে বগুড়ায়। সেখানে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়ে ৮ হাজার ৭৬৫ জন। এখানে মোট মারা গেছে সর্বোচ্চ সংখ্যক ২০৭ জন।

দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে আছে রাজশাহী। এখানে মোট রোগীর সংখ্যা হলো ৫৪৮৪ জন। রাজশাহীতে মোট মারা গেছে ৫১ জন।

এর বাইরে চাঁপাইনবাবগঞ্জে এখন পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮০৯ জন। এখানে মারা গেছে ১৪ জন।

নওগাঁয় এখন পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪০০ জন। এখানে মারা গেছে ২৪ জন।

নাটোরে এখন পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১২৩ জন। এখানে মারা গেছে ১২ জন।

জয়পুরহাট এখন পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২০৩ জন। এখানে মারা গেছে ৭ জন।

সিরাজগঞ্জে এখন পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৬৮ জন। এখানে মারা গেছে ১৪জন।

পাবনায় এখন পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৩৯ জন। এখানে মারা গেছে ১০ জন।

আরও পড়ুন:

রাজশাহীতে করোনা আক্রান্ত রোগী সংখ্যা ৫২৮৩ জন

স/আর