রাজশাহী বিভাগে একদিনে বাড়লো আরও ৩৬ করোনা রোগী

রাজশাহী বিভাগ একদিনে করোনা রোগীর সংখ্যা বাড়লো আরও ৩৬ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮৫ জনে। অথচ গতকাল বুধবার ছিল ৪৪৯ জন। আগের দিন মঙ্গলবার (১৯ মে) ছিল ৪১৮জন ।

 

আগের দিন সোমবার (১৮ মে) ছিলো ৩৫৮ জন। ফলে গত তিন দিনে রাজশাহী বিভাগের আট জেলায় প্রায় ১২৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আজ সন্ধ্যায় তিনটি ল্যাবের প্রতিবেদন পেলে আক্রান্তের সংখ্যা পাঁচশ ছাড়িয়ে যেতে পারে বলেও শঙ্কা করা হচ্ছে।

 

বিষয়টি নিশ্চিত করেছন- রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য।  রাজশাহী বিভাগে সবচেয়ে আক্রান্ত বেশি জয়পুহাটে। সেখানে মোট আক্রান্ত ১১৬ জন। এছাড়াও  দ্বিতীয় অবস্থানে বগুড়ায় ১১০।

এছাড়াও নওগাঁয় ৮৯ জন, রাজশাহীতে ৩১, চাঁপাইনবাবগঞ্জ ৪৬, নাটোরে ৪৮ জন, পাবনায় ২৬ জন এবং সিরাজগঞ্জে ১৯ জনের করোনা রোগী আক্রান্ত শনাক্ত হয়েছে এখন পর্যন্ত। এর মধ্যে মারা গেছে তিনজন। এছাড়াও সুস্থ হয়ছেন ৯৬ জন।