শুক্রবার , ২৯ মে ২০২০ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহী বিভাগে একদিনে করোনা রোগী বাড়লো ৪৩ জন, দেখুন আক্রান্তের চিত্র

Paris
মে ২৯, ২০২০ ১২:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিভাগে একদিনে করোনা আক্রান্ত রোগী বাড়লো আরও ৪৩ জন। এ নিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা সাড়ে সাত’শ পেরোল। গত বুধবার রাতে মোট আক্রান্ত রোগী ছিল ৭২৩ জন। সেটি গতকাল বৃহস্পতিবার রাতে গিয়ে দাঁড়ায় ৭৬৬ জনে। ফলে একদিনেই বাড়লো ৪৩ জন।

রাজশাহী বিভাগের প্রতিদিনই বাড়ছে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। গত মঙ্গলবার রাতে ছিলো ৬৬২ জন।  বিষয়টি নিশ্চিত করেন,  রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ নাথ আচার্য্য।

আরও পড়ুন: রাজশাহীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারসহ আজ ৪জনের করোনা শনাক্ত

তিনি জানান, এই বিভাগে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭৬৬ জন। তবে আজ রাজশাহীর দুটি ও বগুড়ার একটি ল্যাবে পরীক্ষা শেষে আক্রান্ত সংখ্যা আরও বাড়বে বলেই ধরে নেওয়া হচ্ছে।

এই বিভাগের আট জেলার আক্রান্তের সংখ্যা তুলে ধরা হলো– করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৫ জন। সুস্থ হয়েছেন ১৯৭ জন।

বিভাগের সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা এখন বগুড়ায় ২৭৫ জন। যা গত বুধবার রাত পর্যন্ত ছিলো ২৪০ জন। কিন্তু একদিনে বাড়ে ৩৫ জন।   জয়পুরহাটে আক্রান্তের সংখ্যা ১৬৬ জন, নওগাঁয় ১০৬ জন,  রাজশাহীতে ৪৯, পাবনায় ৩৫, নাটোরে ৫৫, সিরাজগঞ্জ ২৬ ও চাঁপাইনবাবগঞ্জ ৫৪ জন।

 

সর্বশেষ - রাজশাহীর খবর