রাজশাহী বিভাগের দুই দিনে করোনা আক্রান্ত রোগী বাড়লো ১০০ জন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিভাগ একদিনে করোনা রোগীর সংখ্যা বাড়লো আরও ৩১ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৪৯ জনে। অথচ আগের দিন গতকাল মঙ্গলবার ছিল ৪১৮জন । তার আগের দিন সোমবার ছিলো ৩৫৮ জন। ফলে গত দুইদিনে রাজশাহী বিভাগের আট জেলায় প্রায় ১০০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আজ সন্ধ্যায় তিনটি ল্যাবর প্রতিবেদন পেলে আক্রান্তের সংখ্যা পাঁচশর কাছাকাছি বা পাঁচশ ছাড়িয়ে যেতে পারে বলেও শঙ্কা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছন- রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য।  রাজশাহী বিভাগে সবচেয়ে আক্রান্ত বেশি জয়পুহাটে। সেখানে মোট আক্রান্ত ১১৫ জন। এছাড়াও  দ্বিতীয় অবস্থানে নওগাঁয় ৮৯ জন। আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে বগুড়া। এ জেলায় এখন পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৩ জন।

এছাড়াও রাজশাহীতে ২৩, চাঁপাইনবাবগঞ্জ ৪২, নাটোরে ৪৩ জন, পাবনায় ২৫ জন এবং সিরাজগঞ্জে ১৯ জনের করোনা রোগী আক্রান্ত শনাক্ত হয়েছে এখন পর্যন্ত। এর মধ্যে মারা গেছে তিনজন। এছাড়াও সুস্থ হয়ছেন ৭৬ জন।

স/আর