রাজশাহী বিভাগীয় ৩৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের ছেলেমেয়েদের ৩৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) সকাল থেকে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব (এনডিসি) মো. কামরুল হাসান। সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মো. নবীরুল ইসলাম, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নরেশ চাকমা, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মো. আনিসুর রহমান ও রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।

এ প্রতিযোগিতায় ৪৪টি ইভেন্টে রাজশাহী বিভাগের সব সরকারি দফতরের জেলা পর্যায়ের সেরা খেলোয়াড় অংশ নেন। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের সমন্বয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী প্রতিযোগীরা অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের শপথগ্রহণ করানো হয়। পরে প্রধান অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলাম মশাল প্রজ্জ্বলন করেন। পরে বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মূল পর্ব শুরু হয়। বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহযোগিতায় বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের রাজশাহী বিভাগীয় কার্যালয় এ প্রতিযোগিতার আয়োজন করে।

জি/আর