রাজশাহী-পঞ্চগড় রুটে চালু হচ্ছে ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ট্রেন

রাজশাহী থেকে পঞ্চগড় রুটে চালু হচ্ছে ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ট্রেন। যা আগামী  শুক্রবার (১৬ অক্টোবর) থেকে নিয়মিত চলাচল করবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন হতে ট্রেনটির উদ্বোধন করবেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। বুধবার  বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

ট্রেনটি রাজশাহী থেকে ছাড়বে রাত ৯:১৫ টায়, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে পৌঁছাবে ভোর ৫:১০ টায়। আবার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে সকাল ৮:৩০ টায় এবং রাজশাহী পৌঁছাবে বিকাল ৫.৩০ টায়।

‘বাংলাবান্ধা’ এক্সপ্রেস ট্রেনের উভয়পথে বিরতি স্টেশনগুলো হচ্ছে আব্দুলপুর, নাটোর, মাধনগর, আহসানগঞ্জ, সান্তাহার,আক্কেলপুর, জয়পুরহাট, পাঁচবিবি, বিরামপুর, ফুলবাড়ী, পার্বতীপুর, চিরিরবন্দর, দিনাজপুর, সেতাবগঞ্জ, পীরগঞ্জ, শিবগঞ্জ, ঠাকুরগাঁওরোড, রুহিয়া, কিসমত।

ট্রেনটির আসন দিনে ৫০৮ টি এবং রাতে ৪৯৬ টি। রাজশাহী-বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পর্যন্ত উভয় দিকে ভাড়া সুলভ শ্রেণী ১৭০, শোভন শ্রেণী ২৮০, শোভন চেয়ার ৩৩৫, ১ম সিট শ্রেণী ৪৪৫, ১ম বার্থ শ্রেণী ৬৬৫, স্নিগ্ধা ৫৫৫ (ভ্যাট ব্যতীত), এসি সিট ৬৬৫ (ভ্যাট ব্যতীত), এসি বার্থ ৯৯৫ টাকা (ভ্যাট+ বেডিং চার্জ ব্যতীত)।

‘বাংলাবান্ধা’ এক্সপ্রেস ট্রেনের রাজশাহী হতে সাপ্তাহিক বন্ধ শুক্রবার এবং বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম হতে সাপ্তাহিক বন্ধ শনিবার।

সময়