রাজশাহী নগরীতে ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীতে ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছে। ওই যুবকের নাম জাহিদ হোসেন (১৮)। তিনি নগরীর শাহমখদুম আলিফ লাম মীম ভাটা এলাকার আক্তার হোসেনের ছেলে। শনিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে তাকে পুলিশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফল ইসলাম জানান, জাহিদেরা দুই ভাই। তারা দু’জনে বিকেলে ঘুড়ি উড়ানোর একপর্যায়ে আকাশে সুতা কেটে যায়। এতে উড়ে আসে আরডিএর আবাসিক এলাকার একটি গাছের সঙ্গে আটকে যায়। এসময় জাহিদ সেই ঘুড়ি নামাতে গাছে উঠে। তবে গাছের সঙ্গে বিদ্যুতের তারে জড়ে যান তিনি। স্থানীয়রা ও পুলিশের সহাযোগিতায় বিদ্যুতের লাইন বন্ধ করা হয়।
ওসি আরও বলেন, পরে মই দিয়ে গাছ থেকে জাহিদকে নামিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ বিষয়ে ইউডি মামলা হয়েছে বলে এই কর্মকর্তা জানান।

স/আর

আরও পড়ুন:

অবশেষে রাজশাহী নগরীতেও পাওয়া গেলো করোনা রোগী