রাজশাহী নগরীতে ১০ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ১০ জুয়াড়ি আটক করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের নির্দেশে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার সময় চন্দ্রিমা থানাধীন রেলওয়ে ইনস্টিটিউট এর টিভি রুম এর মাঝখানে পাকা মেঝের উপর হইতে ১০ জন জুয়াড়িকে তাস ও নগদ ১৫ হাজার ৮৪০ টাকাসহ আটক করা হয়। আটককৃতরা হলো মোঃ আনোয়ারুল ইসলাম(৬২), পিতা-মৃত আনিসুল ইসলাম,

সাং-রেলওয়ে কলোনী, মোঃ মোশারফ হোসেন(৫৯), পিতা-মৃত হাতেম আলী, সাং-ছোট বনগ্রাম, নুরুল ইসলাম (৫৩), পিতা-মৃত ময়েন উদ্দিন, সাং-শিরোইল কলোনী, মোঃ

সাইদুল ইসলাম(৫৪), পিতা-মৃত নজরুল ইসলাম, সাং-শিরোইল কলোনী, মোঃ রাজা(৪৫),

পিতা-মৃত আব্দুল মজিদ, মোঃ বাচ্চু(৫১), পিতা-মৃত আঃ জলিল, মোঃ আব্দুল মান্নান ওরফে বাবু(৪০), পিতা-মৃত রাহাত আলী, সাং-শিরোইল কলোনী, থানা-চন্দ্রিমা, মোঃ আসলাম(৫২), পিতা-মৃত আকবর, সাং-হেতেম খাঁ, মোঃ আঃ সামাদ সরকার(৫৫), পিতা-মৃত শমসের আলী সরকার, সাং-বালিয়াপুকুর ছোট বটতলা এবং মোঃ আল মামুন(৪৭), পিতা-মোঃ তাহেরুল ইসলাম, সাং-কয়ের দাড়া, থানা-শাহমখদুম। এ সংক্রান্তে চন্দ্রিমা থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।