সোমবার , ১ এপ্রিল ২০১৯ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহী নগরীতে দুর্ধর্ষ চুরি, সিসিটিভি ফুটেজে চোর সনাক্ত

Paris
এপ্রিল ১, ২০১৯ ১০:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। নগরীর রানীবাজার মোড়ে আব্দুল্লাহ্ আল কাফি নামের হার্ডওয়ারের দোকানে লোহার গ্রীল কেটে ওয়াল ভেঙ্গে চুরি হয়েছে। পরে সিসিটিভির ফুটেজে চোরকে সনাক্ত করা গেছে। তবে এখনো তাকে ধরা যায়নি।

চোরের নাম জন। সে নগরীর রানীনগর বৌ-বাজার এলাকার নওশাদ আলীর ছেলে।

জানা যায়, রানীবাজার মোড়ের আব্দুল্লাহ্ আল কাফি নামের হার্ডওয়্যারের দোকানটিতে প্রথমে চোর লোহার গ্রীল কাটে। পরে ওয়াল ভেঙ্গে নগদ প্রায় ২ লাখ টাকা, কম্পিউটার, মোবাইল এবং বহু মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায় তা ধরা পড়ে। এছাড়া এ বিষয়ে জানিয়েছেন ওই দোকানের মালিক। চুরির পর সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে চোরকে সনাক্ত করা হয়। সে পেশায় কাঠ মিস্ত্রী বলে জানা গেছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, চুরির সময় চোর খালি গায়ে ছিল। এসময় শুধুমাত্র তার পরনে অন্তর্বাস ছিল।

এ ব্যাপারো বোয়ালিয়া মডেল থানায় মামলা করা হয়েছে। পুলিশ আসামি জনকে ধরতে জোর প্রচেষ্টা চালাচ্ছে।

প্রসঙ্গত, গত ২ সপ্তাহ আগে ওই এলাকায় মোবাইল ও ইলেকট্রনিক্সের দোকানসহ আরো ৪/৫ টি দোকানে এমন চুরি হয়েছে।

স/শা

 

সর্বশেষ - রাজশাহীর খবর