রাজশাহী নগরীতে একদিনে চারজনের করোনা শনাক্ত, দুই ল্যাবে ২৫ জন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীতে একদিনে আরো ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া রাজশাহীর দুই ল্যাবে আজ সোমবার (১৫ জুন) মোট ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে রাজশাহীর ১২ জন, নাটোরের ৫ জন এবং পাবনার ৮ জন। শনাক্তদের মধ্যে ডাক্তার, সাংবাদিক, পুলিশসহ ঢাকা ফেরত শিক্ষার্থীও রয়েছেন।

দুটি ল্যাবের মধ্যে রাজশাহী মিডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে শনাক্ত হয়েছে ১০ জন আর রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে শনাক্ত হয়েছে ১৫জন।

রাজশাহীর শনাক্ত হওয়া রোগীরা হরলন, নগরীর কেসবপুর পুলিশ ফাঁড়ির এএসআই মনিরুজ্জামানা (৩৭)। নগরীর ভদ্রা সংলগ্ন রেল ব্যারাকের ফয়সাল কবির (২৪), তিনি বাংলাদেশ রেলে কর্মরত। ডাক্তার নিজিয়া (২৮) ও ডাক্তার নাফিজ ইমতিয়াজ (২৬), তারা মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। এদের মধ্যে নিজিয়া নগরীর পারিজাত আবাসিক এলাকার ও ইমতিয়াজ উপশহর আবাসিক এলাকার বাসিন্দা। এই দুইজন চিকিৎসক মোহপুর উপজেলায় সম্প্রতি কারোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া এক শিক্ষকের সংস্পর্শে এসেছিলেন। মোহনা টিভি রাজশাহীর সাংবাদিক মেহেদী হাসান শ্যামল (৪৫) ও সাইদুল ইসলাম (৩৯)।

এছাড়া মোহনপুর উপজেলার রুমি (২৫), রুমিয়া (২৬), সুমাইয়া (২৯), হিবা (১১), মুস্তাক (৩৮) এবং ইলিয়াস (৬০)।

স/রা